সোহাগ মাতুব্বর, ভাঙ্গা
( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার সংলগ্ন প্রফেসর আবদুল ওয়াজেদ মিয়া উচ্চ বিদ্যালয়ে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প ও ওরাল ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) এর উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মো. মুজাহিদ বেগ। দিনব্যাপী এই ক্যাম্পে দন্ত ও মুখের বিভিন্ন রোগের চিকিৎসা, পরামর্শ এবং মুখগহ্বর ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। স্থপতি মুজাহিদ বেগের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে গ্রামীণ জনগণের মধ্যে মুখ ও দাঁতের যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে চিকিৎসা পৌঁছে দেওয়াই এর উদ্যেশ্য।
উল্লেখ্য যে,মানবসেবার উদ্যেশ্যে স্থপতি মুজাহিদ বেগ দীর্ঘদিন ধরেই ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর) আসনে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার আন্তরিকতা ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে প্রশংসা অর্জন করেছে।
অনুষ্ঠানে মুজাহিদ বেগ বলেন, “জনগণের সেবাই আমার অঙ্গীকার। মানুষের পাশে থেকে তাদের হাসি ফিরিয়ে আনাই আমার প্রকৃত তৃপ্তি।”
এমন মহৎ উদ্যোগে এলাকার সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং স্থপতি মুজাহিদ বেগের নেতৃত্বে একটি উন্নত, মানবিক সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন,আমি সংসদ সদস্য হই বা না হই তাতে কিছু যায় আসেনা। আমি চাই প্রতিটি মানুষের ভালোবাসা। আমার এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক আবদুল ওয়াজেদ মিয়া, ঘারুয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান, টোকন সর্দার, কামরুল ইসলাম, সৌরভ বিশ্বাস, আল আমিন, জুয়েল, ওয়ালিউর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ।
প্রতিবেদক
সোহাগ মাতুব্বর
মোবাইল: ০১৮৫২৫৪৬৩৫৫
১১.১০.২৫