1. news@smnewsbangla.online : SM NEWS BANGLA : SM NEWS BANGLA
  2. info@www.smnewsbangla.online : SM NEWS BANGLA :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

ভাঙ্গায় আহত দুই সাংবাদিককে আর্থিক সহযোগীতা করলেন- মাওঃ মিজানুর রহমান

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

 

 

আব্দুল মান্নান, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি-

ফরিদপুরের ভাঙ্গায় আলগী ও হামিরদী ২টি ইউনিয়ন কেটে নেওয়ার প্রতিবাদে আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত দুই সাংবাদিককে আর্থিক সহযোগীতা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।

২৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিসের কার্যালয়ে দুই সাংবাদিককে আর্থিক সহযোগিতা করেছেন।

আর্থিক সহযোগিতা গ্রহণ করেন,
মাই টিভি ও দিনকাল পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেন ও নন্দিত টিভি’র ভাঙ্গা উপজেলা প্রতিনিধি জামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও যমুনা টিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ রমজান শিকদার, দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, সিএনএন বাংলা টিভির মোঃ শাহাদাত হোসেন, মোহাম্মদ সানোয়ার হোসেন, সোহাগ মাতব্বর, সোহাগ শেখ, মাসুম মোল্লা, রিপন শেখ সহ
ভাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গায় আন্দোলন চলাকালীন সময় কিছু দুষ্কৃতকারী লোকজন, ভাঙ্গা উপজেলা প্রশাসনিক ভবন, হলরুম, কৃষি অফিস, নির্বাচন অফিস, ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা, অফিসার্স ক্লাব ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এস সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সাংবাদিকগণ ঐ ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে সরোয়ার ও জামাল সহ কমপক্ষে ২০ জন সাংবাদিক হামলার শিকার হন।

এ সময় খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, আন্দোলন চলাকালীন সময় ভাঙ্গা উপজেলায় কর্মরত সাংবাদিকেরা যে ভূমিকা রেখেছিল তাহা খুবই প্রশংসনীয়। এরপর জানতে পারলাম ভাঙ্গা উপজেলার বেশ কয়েকজন সাংবাদিকের উপর কিছু দুষ্কৃত লোক হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে।

এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাছাড়া সাংবাদিকেরা হচ্ছে সমাজের বিবেক। সাংবাদিকদেন কারণেই আন্দোলনের ঘটনা রাষ্ট্র দেখে আমলে নিয়েছে এবং সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
শুধু আজকে নয় আমি মিজানুর রহমান মোল্লা সব সময় সাংবাদিকদের পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।

ছবিতে,
ভাঙ্গায় আহত দুই সাংবাদিককে আর্থিক সহযোগীতা করছেন মাওঃ মিজানুর রহমান মোল্লা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট