1. news@smnewsbangla.online : SM NEWS BANGLA : SM NEWS BANGLA
  2. info@www.smnewsbangla.online : SM NEWS BANGLA :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

ভাঙ্গায় নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

 

মোঃ জহির মাতুব্বর ভাংগা  (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিনদিন পর তারই বাড়ির সামনে একটি পরিত্যক্ত ছাপরার ভিতর থেকে পিয়াস শেখ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিয়াস ভাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড দাড়িয়ার মাঠ এলাকার ফেরদৌস শেখের ছেলে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দাড়িয়ার মাঠ এলাকায় ফেরদৌস শেখের বাড়ির সামনের একটি পরিত্যক্ত ছাপরার ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন পিয়াস শেখ। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। অবশেষে তিনদিন পর নিজ বাড়ির সামনেই ছাপরার ভিতর থেকে তার মরদেহ উদ্ধার হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, “গতকাল রাতে পিয়াস শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সুরতাহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট