মোঃ সুমন মোল্লা ভাংগা ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম এর নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আইয়ূব আলী মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মুন্সী
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম ডি ফজলে সোবাহান শামীম
সহ-সভাপতি খন্দকার মোস্তফা কামাল হাসান, এ্যাডভোকেট রুহুল আমিন, মোঃ বিল্লাল কাজী, সিনিয়র , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবূ সাঈদ, মোঃ আলমগীর কবিরাজ, মোঃ সোহেল মুন্সী, সাংগঠনিক সম্পাদক এম ও এম তৈমুর লঙ, মোঃ শহিদুল ইসলাম বিটু মুন্সী, মোঃ মাসুদ রানা আজিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুর রহমান তুরান, প্রচার সম্পাদক মির্জা ইমরান, দপ্তর সম্পাদক মোঃ স্মরণ আহমেদ, ক্রীড়া সম্পাদক মোঃ মঞ্জুর আহম্মেদ কুদ্দুস, সদস্য মোঃ মঞ্জুর হাসান খান, মোঃ মিনহাজ উদ্দিন খান, মোঃ গোলাম কাদেরসহ অসংখ্য নেতা-কর্মী।
জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এই নতুন কমিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বলেন, এই কমিটির মাধ্যমে ভাঙ্গা উপজেলা বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ফরিদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী মোঃ শহিদুল ইসলাম বাবুল নতুন কমিটি গঠনের জন্য তৃণমূল নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন।