’
মোঃ সুমন মোল্লা ভাংগা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা ভাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মফিজুল ইসলাম মাহফুজের নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ অংশ নেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
দোয়া মাহফিলে ছাত্রদল নেতা মফিজুল ইসলাম মাহফুজ বলেন, “আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থ। আমরা ছাত্রদলের পক্ষ থেকে তাঁর রোগমুক্তির জন্য দোয়া করছি। দেশের মানুষের কাছে তিনি আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি দ্রুত সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দেবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক—এই শ্লোগানকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি এবং থাকব। দেশনেত্রীর নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।”
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপি চেয়ারপারসনের দীর্ঘ রাজনৈতিক জীবনের সাফল্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও দেশ ও জাতির উন্নতি, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বর্তমান সংকট উত্তরণে আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।
স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, পুরো জাতির অবিচ্ছেদ্য অংশ। তাঁর দ্রুত আরোগ্য লাভ মানে জাতির জন্য নতুন সম্ভাবনা ও দিকনির্দেশনা।