ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাংগারপাড় এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার সময় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম।
এসময় তিনি বলেন, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ডাংগারপাড় গ্রামের মো. সামচু মাতব্বরের ছেলে তারিকুল ইসলামকে ১ লক্ষ টাকা জরিমানা করেন, যাহা তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়।
অভিযান কালে ভাঙ্গা থানা পুলিশের এস,আই আজাদ, ভূমি অফিসের পেশকার মো. মাহবুব মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) আরো বলেন , পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।