ভাংগা ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের মুক্তির দাবিতে সোমবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলা ছাত্রদল এবং পৌর ছাত্রদলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচী পালিত
আওয়ামী লীগ সরকারের সময়ের একটি মামলায় সোমবার ঢাকার আদালতে হাজির হওয়ার পর আদালত শহিদুল ইসলাম খান বাবুলকে জেল হাজতে প্রেরণ করায় ফরিদপুর জেলার ভাঙ্গায় ছাত্রদলের নেতা কর্মীরা মিছিল করার পাশাপাশি সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
আওয়ামী লীগ সরকারের সময়ের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে প্রেরণ করার প্রতিবাদে ভাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন চত্বর থেকে মিছিল বের করার পর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় নতুন পৌর ভবনের বটতলা মোড় ভাঙ্গা মাওয়া মহাসড়ক অবরোধ করে।
৩০ মিনিটের সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে রাস্তার দুইপাশে ব্যাপক যানজোটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান ও স্থানীয় থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বিক্ষোভকারী ছাত্রদল নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অবরোধ কর্মসূচি তুলে নেয় ছাত্রদলের নেতা কর্মীরা। পরে মহাসড়ক পথে সকল ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।