আব্দুল মান্নান, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-
ফরিদপুরের ভাঙ্গায় প্রায় ৫০ টি বেসরকারি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের ৪ শতাধিক শিক্ষকগন সরকারি প্রাথমিক বৃত্তিপরিক্ষায় তাদের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নির্দেশনায়
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশণের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে প্রায় ৪ শতাধিক শিক্ষক, শিক্ষিকা ও অভিভাববগন মানববন্দনে অংশ নেয়।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: রকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইসাহাক মিয়া, সহ সভাপতি আকলিমা আক্তার, উপদেষ্টা মো: জালাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এবং ১৭ জুলাই প্রকাশিত পরিপত্র অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরিক্ষায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। এতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানুষিক চাপ ও বিরুপ প্রতিক্রিয়ায় সৃষ্টি হবে। তাই বৈষম্যমূলক পরিপত্রটি বাতিলের দাবি জানান বক্তারা।
বক্তারা আরও দাবি করেন, জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই। প্রাথমিক বৃত্তি পরিক্ষায় বৈষম্য নয়। মেধার মূল্যায়ন চাই। সরকারের এ সিদ্ধান্তে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। এতে শিক্ষার্থীরা সরকারি বৃত্তিপ্রাপ্তি।
২৪/০৭/২৫
০১৭২৯০৩৮৭০০
ছবিতে
ভাঙ্গায় ৫০ টি বেসরকারি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের ৪ শতাধিক শিক্ষকগন প্রাথমিক বৃত্তিপরিক্ষার দাবিতে মানববন্ধন পালন করেন।