আব্দুল মান্নান,
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-
দক্ষিণবঙ্গের প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়া ও হাইওয়ে এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলিতে সৌন্দোর্য্য বৃদ্ধির লক্ষ্যে সড়কের দুই পাশে প্রায় ১ হাজার গাছের চারা রোপণ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার থেকে দুইদিন ব্যাপী ঢাকা-মাওয়া-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে এরিয়া থেকে ভাঙ্গা রেলস্টেশন পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৮শ গাছের চারা লাগানো হয়। এছাড়াও আগামীকাল সারা উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলিতে আরও ৩শ গাছের চারা রোপণ করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি ইউএনও মিজানুর রহমান জানান, দক্ষিণ বঙ্গের প্রায় ২১ টি জেলার অন্যতম প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়া। কিন্তু গুরুত্বপূর্ণ উপজেলা হওয়া সত্যেও এ উপজেলায় মানুষের বিনোদনের জন্য বিশেষ কোন সুযোগ নেই। তাই ভাঙ্গা উপজেলায় গুরুত্বপূর্ণ রাস্তা কিম্বা সংযোগ সড়কগুলিতে মানুষের বিনোদনসহ উপকারে আসে এমন কিছু গাছের চারা রোপণ করেছি। ভাঙ্গা রেল স্টেশন পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৮ শতাধিক বিভিন্ন গাছের চারা রোপণ করা হবে। সড়কের দুই পাশে মানুষের বসার জায়গা করে দেওয়া হবে। এছাড়াও ভাঙ্গা উপজেলায় স্কুল ও মাদ্রাসায় প্রায় ৩শত বাগান বিলাস গাছ দেওয়া হয়েছে। ভাঙ্গা স্টেডিয়াম সহ গুরুত্বপূর্ণ জায়গায় একই পরিকল্পনায় আমরা এগিয়ে যাবো বলে তিনি আশাব্যাক্ত করেন।
ইউএনও আরো জানান, আমরা আজ আছি, কাল নেই। আমাদের যেহেতু বদলীজনিত পোস্টিং হয়। তাই, আপনারা সবাই এ গাছগুলির যত্ন নিবেন। যেহেতু এ উপজেলাটি আপনাদের। তাই আগামীতে এ এলাকাটি একটি সৌন্দোর্য্যের স্পট হবে। মানুষ এখানে এসে বিনোদিত হবেন। তাই আপনার উপজেলার সৌন্দোর্য্য আপনাকেই রক্ষা করতে হবে। এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোমিমুর রহমান, বন কর্মকর্তা রবিউল ইসলাম, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা কাওসার মাতুব্বর সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রমুখ।
২৩/০৭/২০২৫
০১৭২৯০৩৮৭০০