আব্দুল মান্নান,
ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি-
ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে সোমবার দিনব্যাপী মোটর শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন। ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে শত শত গাড়িবহর নিয়ে তার নির্বাচনী ভাঙ্গা এলাকায় এ মোটর শোভাযাত্রা ও গণসংযোগ করেন।
সোমবার সকাল ১০ টায় ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিশের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে আজিমনগর ইউনিয়নের পুলিয়ায় প্রার্থীর গ্ৰামের বাড়িতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় তিন শতাধিক মোটরসাইকেল ও শতাধিক মাইক্রোবাস, পিকাপ গাড়ী অংশ নেয়।
শোভাযাত্রা শেষে বাংলাদেশ খিলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, আমার নেতা আল্লামা মামুনুল হক এর নির্দেশে আমি আমার নির্বাচনী এলাকায় দীর্ঘদিন যাবৎ রাজনীতির মাঠে আছি। এলাকার নানা উন্নয়ন মূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছি। আগামীতে ইসলামী আইনে দেশ পরিচালনার জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই আমার ভাঙ্গা এলাকায় ব্যাপক সাড়া পেয়েছি। এলাকায় গণসংযোগ করে ব্যাপক জনসমর্থক বৃদ্ধি করেছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি সংসার সদস্য হতে পারি, তাহলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ বন্ধ করবো এবং এলাকার উন্নয়নে রাস্তা-ঘাট স্কুল-কলেজ মাদ্রাসা, মসজিদ ব্যাপক উন্নয়ন করবো। আমার নেতা-কর্মী ও জনগনকে সাথে নিয়ে ভাঙ্গা এলাকায় একটি মডেল এলাকা হিসেবে পরিণত করব- ইনশাআল্লাহ।
মোটর শোভাযাত্রা ও গণসংযোগে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়া, সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দীন, মাওলানা আবুল খায়ের সেলিম, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান জিহাদী (সালথা) সহ কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থক মোটর শোভা যাত্রায় অংশ নেয়।
২১/০৭/২০২৫
০১৭২৯০৩৮৭০০
ছবিতে
ফরিদপুর-৪ (ভাঙ্গা- সদরপুর ও চরভদ্রাসন) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে গাড়িবহর নিয়ে শোভাযাত্রা ও গণসংযোগ শেষে বক্তব্য দিচ্ছেন।