আব্দুল মান্নান ভাঙ্গা
, ফরিদপুরের চরভদ্রাসন চরসালেপুর আমিনখারহাট হাইস্কুল মাঠে ফ্রি ব্লাড গ্রুপ পরিক্ষা করা হয়েছে। ২০ জুলাই রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত অরাজনৈতিক সেবামূলক সংগঠন জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন এর উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয় । এই কর্মসূচীতে চর অঞ্চলে স্কুল কলেজ ও মাদ্রাসা এবং এলাকাবাসী সহ চার শতাধিক ব্যক্তিদেরকে বিনামূল্যে ব্লাড গ্রুপ পরিক্ষা করা হয়।
জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফারদিন সানি এর সভাপতিত্বে ও পরিচালক জহুরুল ইসলামের দিক নির্দেশনায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন অত্র হাই ইস্কুলের প্রধান শিক্ষক শ্রীদাম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সৌরভ হোসেন, রায়হান, পরিচালক ইদ্রিস, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ফরিদপুরের
তুহিন বিন আবুল মোল্লা, ফরিদপুর জেলা সমন্বয়ক
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি। ইসরাত নাহার মায়া
সহ-সভাপতি
রাজবাড়ী যুব উন্নয়ন ব্লাড ডোনার গ্রুপ,
রেখা মনি মডারেটর বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ,
এ বিষয় সংগঠন এর সভাপতি ফারদিন সানি বলেন, বর্তমানে বিভিন্ন প্রয়োজনে রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রত্যন্ত এই দূর্গম চর এলাকার অনেক মানুষই এখনো তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নন। একারণে মানুষকে সচেতন করতেই এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এউদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনোআত্মীয় স্বজনের রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো। উক্ত ব্লাড ক্যাম্পিং এ আরো উপস্থিত ছিলেন সংগঠন এর
উপদেষ্টা শাহরিয়ার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস,এম,সালমান,
কার্যকরী সদস্য নাজমুল হাসান এবং তাসনিয়া বৃষ্টি সহ প্রমুখ।